ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

“সিম্ফনি মেগা ধামাকা অফার” এ প্রথম সপ্তাহে এয়ার টিকেট বিজয়ী ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ২৫ অক্টোবর ২০১৮

“সিম্ফনি মেগা ধামাকা অফার” এ প্রথম সপ্তাহে বিদেশ ভ্রমণে এয়ার টিকেট পেয়েছেন ১০ জন বিজয়ী। ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর এই সাত দিনে মুঠোফোন নির্মাণকারী প্রতিষ্ঠান সিম্ফনির বিভিন্ন মডেলের স্মার্টফোন কিনে এসব এয়ার টিকেট জেতেন বিজয়ীরা।

এদের মধ্যে নেপালের টিকেট পান ৩ জন গ্রাহক। তারা হলেন রাজধানীর মিরপুরের আরিফুর রহমান, নারায়ণগঞ্জের মিসেস শীতল এবং ময়মনসিংহের বিজয় বর্মণ। বিজয়ীরা যথাক্রমে সিম্ফনি আই৬০, আই১০ প্লাস এবং আই৬০ স্মার্টফোন কিনে নেপালের এয়ার টিকেট জেতেন।

এছাড়াও রংপুরের নুরুজ্জামান এবং ঢাকা মোহাম্মদপুর এর মিজানুর রহমান ব্যাংকক এর টিকেট পান যথাক্রমে আই১০ প্লাস এবং আই৬০ হ্যান্ডসেট কিনে। কোলকাতার টিকেট বিজয়ী হন গাজীপুরের ফরহাদ হোসেন এবং এবং উত্তরার রফিকুল ইসলাম। তারা উভয়েই সিম্ফনি আই৭৫ হ্যান্ডসেট ক্রয় করেন।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের কাছে এসব এয়ার টিকেট হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ। এসময় প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি