ঢাকা, সোমবার   ১০ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুরে গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ০৮:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ বাড়িটি তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে ওই বাড়িতে চয়ন ইসলামের অবস্থান টের পেয়ে সেখানে অবস্থান নেয় ছাত্র-জনতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ সেখানে পৌঁছে বাড়ি তল্লাশি চালিয়ে চারতলার একটি ফ্ল্যাটের ভেতর থেকে চয়ন ইসলামকে গ্রেফতার করে।

গ্রেপ্তার করা চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের ডামি নির্বাচনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও ওই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 

এর আগে ওই আসন থেকে ১৯৯৮ সালের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে।

তার বোন মেরিনা জাহান কবিতা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চয়ন ইসলাম আত্মগোপন করেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, গত প্রায় কয়েক মাস ধরে তিনি শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ওই বাড়ির চারতলায় একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন।

থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, সেখানে তার (চয়ন ইসলাম) অবস্থান টের পেয়ে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে বাড়িটি তল্লাশি চালিয়ে চারতলা ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি