সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৫ বছরে পদার্পণ উৎসব পালিত
প্রকাশিত : ১৯:৪২, ১৪ এপ্রিল ২০২৪
দেশের প্রথম টেরিস্টেরিয়াল টেলিভিশন একুশে টেলিভিশনের ২৫ বছরে পদার্পণ উৎসব সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে।
রোববার সকালে শহরের চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাভু।
এ সময় টেলিভিশনের সেবা সংগঠন একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, ফেরদৌস হাসান, হীরক গুন, একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে সংবাদ ও অনুষ্ঠানে নতুনত্ব নিয়ে আসা সাড়া জাগানো একুশে টেলিভিশন এখনও সবার প্রিয় টিভি চ্যানেল। তাদের বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালা দেশের মানুষকে বিনোদনে অনন্য মাত্রা যোগ করেছে। আগামীতেও তারা অতীতের ঐতিহ্য ধরে রেখে দেশের অগ্রযাত্রা, সমস্যা, সম্ভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে এটাই ২৫ বছরের পদার্পণ উৎসবে আমাদের প্রত্যাশা।
পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অতিথিরা।
এ সময় সিনিয়র সাংবাদিক যুগান্তরের জেলা প্রতিনিধ জিহাদ আল ইসলাম, কালবেলার স্বপন চন্দ্র দাস, প্রথম আলোর আরিফুল গনি লিমন, বণিক বার্তার অশোক ব্যানার্জী, এসএ টেলিভিশনের রহমত আলী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দিলীপ গৌড়, সময় টিভির রিঙ্কু কুন্ড, ডিবিসির খালিদ হৃদয়, বিজয় টিভির রোমান আহমে, আরটিভির ইউসুফ দেওয়ান রাজু, গ্লোবাল টিভির আশরাফুল ইসলাম, গ্রিন টেলিভিশনের ছাম্মী আহমেদ আজমীর, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদসহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এএএইচ
আরও পড়ুন