সিরাজগঞ্জে জাতীয় জুট মিলে অগ্নিকাণ্ড
প্রকাশিত : ১২:১২, ২৩ জানুয়ারি ২০১৯
সিরাজগঞ্জ শহরের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলে লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণ করেছে সিরাজগঞ্জ ও কামারখন্দ ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। মিলে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
বুধবার ভোর ৬টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাতীয় জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা সাফায়েত জামিলকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক আব্দুল হামিদ জানান, বুধবার ভোর ৬টার দিকে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের ভিতরে লুমে আগুন লাগে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে সিরাজগঞ্জ এর ৩টি ইউনিট এবং পরে কামারখন্দের আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একে//
আরও পড়ুন