ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৪, ৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জের ভূইয়াগাঁতীতে মুরগীবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অটোভ্যানে থাকা আরও ৫ যাত্রী। 

শনিবার সন্ধ্যায় (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুটি জেলার উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম এবং আরেক ব্যক্তি সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস।

পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী দ্রুতগামী একটি ট্রাক বগুড়ার দিকে যাবার পথে ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকায় যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ ২ যাত্রী নিহত এবং অটোভ্যানে থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি