ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ডকাতির ঘটনা ঘটেছে, আটক ৭

প্রকাশিত : ১৬:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

sirajgonj dakসিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতরু পশ্চিমপাড়ে একটি মাইক্রোবাস, লুটের টাকা এবং মোবাইল ফোনসহ ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, স্বাধীন, উজ্জল মোল্লা, তুহিন, এনা, জুয়েল রানা, রফিকুল ইসলাম ও আপেল। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সংঘবদ্ধ ডাকাত দলটি মহাসড়কে সাধারণ যাত্রীদের মাইক্রোবাসে উঠিয়ে ডাকাতি করত। ডাকাতির প্রস্তুতি চলছিলো এমন খবরের ভিত্তিতে, গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে মাইক্রোবাস সহ এদের আটক করা হয়। আটকের পর মাইক্রোবাসে তল্লাশী  চালিয়ে লুট করা ১৩টি মোবাইল ফোন ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি