ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ২৩ জুলাই ২০১৯

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত কামরুল ইসলাম (৪২) সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই রায় প্রদান করেন। এসময় আসামীকে আরো ২০ হাজার টাকা জরিমানা প্রদান করে আদালত। 

জানা যায়, শহরের দিয়ার ধানগড়া মহল্লার আব্দুল আজিজের মেয়ে মুন্নী খাতুনের সাথে চর বনবাড়িয়ার কামরুল ইসলামের ২ লাখ টাকা যৌতুকের বিনিময়ে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা ভাবে তাকে নির্যাতন করে আসছিল কামরুল।

পুনরায় ৩ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিলে মুন্নীর পরিবার অপারগতা প্রকাশ করে। এজন্য ক্ষিপ্ত হয়ে ২০১২ সালে ১১ জুলাই তাকে স্বামী কামরুল পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মেয়েটির বড় বোন পারুল খাতুন বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তদন্ত শেষে অভিযোগ পত্র দায়ের করে। পরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে এই রায় প্রদান করেন। 

এনএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি