ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের অর্ধশতাধিক শহীদ মিনারের জীর্ণ দশা

প্রকাশিত : ১৩:৫১, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৬

মহান ভাষা শহীদদের স্মরণে সিরাজগঞ্জে নির্মিত প্রায় অর্ধশতাধিক শহীদ মিনারের এখন জীর্ণ দশা। ভাষার মাসে কিছুটা যতœ নেয়া হলেও, বছরের বাকি সময় পড়ে থাকে অযত্নে-অবহেলায়। এমন অবস্থায়, সুষ্ঠু তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাতৃভাষা বাঙলার দাবিতে, ১৯৫২ সালে যারা বুকের তাজা রক্তে রাঙিয়েছিলেন রাজপথ, সেইসব মহান শহীদদের স্মরণে, সিরাজগঞ্জে সরকারী ও বেসরকারী উদ্যোগে, বিভিন্ন সময় নির্মাণ করা হয়, অর্ধ শতাধিক শহীদ মিনার। কিন্তু, অযত্নে-অবহেলায় এগুলোর বেহাল দশা। দু’বছর আগে ভাষা সৈনিক আব্দুল মতিনের জন্মস্থান, শৈলজানায় নির্মিত শহীদ মিনার আর পাঠাগার যমুনায় বিলীন হবার পর, কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আসছেন, সেখানকার মানুষ। এ অবস্থায় শহীদ মিনার ও পাঠাগারটি পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন তাঁর পরিবার ও স্থানীয়রা। ভাষা মতিনের গ্রামে নতুন শহীদ মিনার নির্মাণের আশ্বাস দিয়েছেন, জেলা প্রশাসক। এদিকে, একুশে টেলিভিশনের ‘একুশে ফোরামের’ উদ্যোগে এনায়েতপুরের গোপিনাথপুরে নির্মিত শহীদ মিনারের চলছে দ্বিতীয়বারের মতো ভাষা দিবস পালনের প্রস্তুতি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি