ঢাকা, বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪

সিরিজ জয়ের লক্ষ্যে ভোরে মাঠে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১৭ ডিসেম্বর ২০২৪

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল ভোরে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে যায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সেই ছন্দ ধরে রাখতে পারলেই সিরিজ নিশ্চিত। এমন সমীকরণ নিয়ে বুধবার (১৮ ডিসেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। কিংসটাউনের আর্নোস ভেলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

প্রথম ম্যাচে ব্যাট হাতে খুব বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে তবু সাত রানের নাটকীয় জয় তুলে নিয়েছে দলটি। দ্বিতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। একই ভেন্যুতে ম্যাচ হওয়ায় মাঠের আচরণ সম্পর্কেও অবগত আছেন লিটন-মেহেদিরা।

ম্যাচের আগে বাংলাদেশ দলের তারকা শামীম হোসেন পাটওয়ারী বলেন, ‘প্রথম ম্যাচে ভালো করেছিলাম। যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, অবশ্যই এগিয়ে আছি। এখন আমাদের লক্ষ্য আরেকটি ম্যাচে জেতা। সবাই জানে, টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো দল। তবে, আমরা যদি নিজেদের খেলা ঠিকঠাক খেলতে পারি, উইকেট অনুযায়ী পারফর্ম করতে পারি, আশা করি ম্যাচ জিততে পারব। আরেকটি জয় পেলে সিরিজ জিততে পারব।’

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ক্যারিবীয়দের কণ্ঠেও। প্রথম ম্যাচের ভুল সামলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের ধারায় ফিরতে চায় তারা। খুব কাছে গিয়েও হার সবসময়ই কষ্টদায়ক। তাই, সিরিজে সমতা আনতে স্বাগতিকদের সামনে জয়ের বিকল্প নেই।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি