ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিজ জিতল ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭

আগামী আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ বা ৪-০ ব্যবধানে জেতা প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। শুরুতেই তাদের সেই স্বপ্নভঙ্গ হয়েছে। এবার উল্টো সিরিজে ওয়েস্ট ইন্ডিজই হারল ৪-০ ব্যবধানে। বৃষ্টির কারণে সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শুক্রবার রাতে শেষ ম্যাচেও জনি বেয়ারস্টর দুর্দান্ত ব্যাটিংয়ে ইংলিশরা ৯ উইকেটে জয় পেয়েছে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে। শাই হোপ করেন সর্বোচ্চ ৭২ রান। এছাড়া ওপেনার ক্রিস গেইল ৪০ ও সুনীল আম্ব্রিস অপরাজিত ৩৮ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে লিয়াম প্লাঙ্কেট দুটি উইকেট নেন।

জবাব দিতে নেমে জনি বেয়ারস্ট্র ও জেসন রয় ওপেনিং জুটিতেই করেন ১৫৬ রান। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান পেছনে থাকা অবস্থায় মিগুয়েল কামিন্সের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জেসন রয়। তবে জো রুটকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন বেয়ারস্ট। ১১৪ বল থেকে ১৭টি চারের মারে ১৪১ রান করে বেয়ারস্ট অপরাজিত থাকেন ১৪১ রানে। অপরদিকে ৪৬ রানে অপরাজিত থাকেন রুট ।

 

এম/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি