ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরিজ জয়ে টাইগারদের প্রয়োজন ১১৭ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১৬ জুলাই ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। সিরিজ জয় নিশ্চিত করতে টাইগারদের করতে হবে ১৭ ওভারে ১১৭ রান।  আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে আফগানিস্তান ক্রিকেট দল। 

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই তাসকিন আহমেদের গতির মুখে পড়ে ১৬ রানেই দুই ওপেনারের উইকেট হারায় সফরকারীরা। ২.৪ ওভারে ১৬ রানেই রহমানউল্লাহ গুরবাজের পর সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই।

এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবি। ৭.২ ওভারে আফগানদের সংগ্রহ ছিল ৩৯/২ রান। ২০ বলে ১১ এবং ১৪ বলে ১১ রানে অপরাজিত ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবি। সন্ধ্যা ৬.৩৬ মিনিটে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। 

বৃষ্টি থেমে গেলে রাত সোয়া ৮টায় শুরু হয় খেলা। দীর্ঘ সময় খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমে যায় ৩ ওভার। বৃষ্টির পর খেলতে নেমে সুবিধা করতে পারেনি আফগানরা। ২৮ রান তুলতে হারায় ৩ উইকেট।

বৃষ্টির পর খেলা শুরু হলে আফগান শিবিরে আঘাত হানেন পেসার মোস্তাফিজুর রহমান। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি।

নবি নাসুম আহমেদের বলে দুইবার ক্যাচ তুলে বেঁচে যান। প্রথমবার নবির ক্যাচ ফেলে দেন সাকিব। দ্বিতীয়বার ফেলেন উইকেটকিপার লিটন দাস। সাজঘরে ফেরার আগে নবি ২২ বলে করেন ১৬ রান। 

নবি আউট হওয়ার পর ইব্রাহিম জাদরান দ্রুত কিছু রান স্কোর বোর্ডে জমা করতে চেয়েছিলেন। ১০ম ওভারে মোস্তাফিজ উইকেট নিলেও তাকে এক চার আর সমান ছক্কায় ১৫ রান আদায় করে নেন ইব্রাহিম।

১১তম ওভারে সাকিব বোলিংয়ে এসেই তুলে নেন ইব্রাহিম জাদরান ও নজিবুল্লাহ জাদরানের উইকেট। ইব্রাহিম জাদরান আউট হওয়ার আগে ২৭ বলে ২২ রান করেন। ৫ রানে ফেরেন নজিবুল্লাহ। তার বিদায়ে ১১ ওভারে ৬৭ রানে পঞ্চম উইকেট হারায় আফগানরা।

শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান করে আফগানিস্তান। টার্গেট তাড়ায় ১ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।

আজ জিতলেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

এর আগে ২০১৮ সালে দেরাদুনে ৩-০ ব্যবধানে হারে টাইগাররা। গত বছর মিরপুরে দুই ম্যাচের সিরিজটি ড্র হয়।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি