ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরিজ জয়ের লড়াইয়ে ফিল্ডিংয়ে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ১৬ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে টস হেরে প্রথম ব্যাট করবে সফরকারী আফগানিস্তান।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজটি শুরুর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ৩টি ম্যাচ জিতেছিল। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এবার টাইগাররা সেই সংখ্যাকে চারে নিয়ে গেছে। একইসঙ্গে জাগিয়েছে প্রথমবারের মতো রশিদ খানদের টি-টোয়েন্টি সিরিজ হারানোর সম্ভাবনা।

প্রথম ম্যাচে জয়ের একাদশ থেকে এবার দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। কাঁধের ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার রনি তালুকদার। এছাড়া বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।  

পরিবর্তন এসেছে আফগানিস্তান একাদশেও। পেসার ফরিদ মালিকের জায়গায় অভিষেক হচ্ছে ওয়াফাদার মোমান্দের।

বাংলাদেশের একাদশ

লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, ইব্রাহীম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ওয়াফাদার মোমান্দ, আজমতুল্লাহ ওমরজাই এবং ফজলহক ফারুকি।

এর আগে গত শুক্রবার রুদ্ধশ্বাস ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি