ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সিরিজ নির্ধারণী ম্যাচের শুরুতে ব্যাটিং-এ বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ২৮ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:৩১, ২৮ জুলাই ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং-এ নেমেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে আগের দুই ম্যাচের দল নিয়েই খেলছে সফরকারী বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট কিটস এবং নাভিসের বাসেটেরি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। ব্যাটিং সহায়ক হিসেবে এই মাঠের খ্যাতি আছে। সেই খ্যাতিকে কাজে লাগাতেই হয়তো আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। দলে নেই কোন পরিবর্তন। তবে ক্যারাবিয়ান শিবিরে আছে একটি পরিবর্তন। হাটুর ইঞ্জুরির কারণে দলে নেই অ্যান্ডু রাসেল। তার বদলে ডাক পেয়েছেন শেলডন কট্রেল।

স্কোয়াড

বাংলাদেশ

তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাজি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান

ওয়েস্ট ইন্ডিজ

ক্রিস গেইল, লুইস, হোপ, হেটমেয়ার, কিয়েরান পওয়েল, রোভম্যান পওয়েল, হোল্ডার (অধিনায়ক), নার্স, পল, বিশো, কট্রেল। 

সিরিজে ১-১ এর সমতায় আছে দুই দল। 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি