ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ৩১ জুলাই ২০২২

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে এখন আরও একটি সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে জিততেই হবে সফরকারীদের। 

অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, তারা আগের ম্যাচের দুর্বল জায়গাগুলোতে উন্নতি করে জয়ে ফিরতে চান।

শনিবার প্রথম টি-টোয়েন্টিতে নখদন্তহীন বোলিংয়ের পর খেই হারানো ব্যাটিংয়ে জিম্বাবুয়ের কাছে ১৭ হেরে যায় বাংলাদেশ। ২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে সফরকারীরা। বাংলাদেশ সময় রোববার বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

এখন প্রশ্ন হচ্ছে, অল্প সময়ের ব্যবধানে কীভাবে উন্নতি করবে বাংলাদেশ? সদ্যই অধিনায়কের দায়িত্ব পাওয়া সোহান বলেছেন, ‘দেখুন, খুব ভালো ম্যাচ হয়েছে। আমার কাছে মনে হয়, ডেথ ওভারে শেষ পাঁচ-ছয় ওভারে খুব ভালো জায়গায় বল করতে পারিনি। তারা খুব ভালো ব্যাট করেছে। এই কিছু জায়গা আছে, যেখানে আমরা উন্নতি করে পরের ম্যাচে নামতে পারি।’ 

জিম্বাবুয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দুই শতাধিক রান তুলেছে। তাদের ছুঁড়ে দেয়া ২০৬ রানের লক্ষ‌্য তাড়ায় বাংলাদেশ ১৮৮ রানের বেশি করতে পারেনি। ১৭ রানে ম‌্যাচ হারে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না, বোলিংই ডুবিয়েছে সফরকারীদের। 

এজন্য আজকের ম্যাচে সাফল্য পেতে বোলিংয়ে উন্নতি দেখতে চান সোহান, ‘আমাদেরকে সামনের ম‌্যাচে শেষ দিকে কয়েকটি ওভার ভালো বোলিং করতে হবে। আমি মনে করি, ১৫-২০ রান যদি কম হতো তাহলে ম‌্যাচে আমাদের পক্ষে ইতিবাচক ফল হতো। তারপরও মনে হয়েছিল আমরা রান তাড়া করতে পারবো। উইকেট ভালো ছিল। আশা করছি, দ্বিতীয় টি-টোয়েন্টিতে শক্তভাবে ঘুরে দাঁড়াব।’

প্রথম ম্যাচে মূলত পার্থক্য গড়ে দিয়েছেন পেসাররা। বাংলাদেশের তিন পেসার ১২ ওভার বোলিং করে দিয়েছেন ১৩৭ রান। দ্বিতীয় ম্যাচে এক পেসার কমিয়ে খেলানো হতে পারে স্পিনিং অলরাউন্ডার মাহেদী হাসানকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম অথবা তাসকিন আহমেদ। এছাড়া ব্যাটিংয়ে কাটা পড়তে পারেন মুনিম শাহরিয়ারও।

এদিকে নিজেদের কন্ডিশনে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে জিম্বাবুয়ে। শুরুতে সেট হয়ে আস্তে আস্তে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছে সফরকারীরা। বলার অপেক্ষা রাখে না, মোমেন্টাম ধরে আজই সিরজ নিশ্চিত করতে চাইবে ক্রেইগ এরভিনের দল।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
লিটন দাস, পারভেজ ইমন, এনামুল হক বিজয়, নাজমুল হোসাইন শান্ত, আফিফ হোসাইন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও অধিনায়ক), মোসাদ্দেক হোসাইন, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য):
রেগিস চাকাভা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শিন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি