ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

সিরিজ বাঁচাতে মাঠে নামছে প্রোটিয়ারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ৯ মার্চ ২০১৮

আজ থেকে শুরু হচ্ছে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে সফরত অস্ট্রেলিয়ার কাছে ১১৮ রানে হেরে দ্বিতীয় টেস্ট শুরু করতে যাচ্ছে আমলারা। তার চার টেস্টের লড়াইয়ে সিরিজ বাঁচাতে এ টেস্টের গুরুত্ব প্রোটিয়াদের কয়েকগুণ বেশি।

প্রথম টেস্টে ব্যাটিংদের ব্যর্থতায় হারতে হয়েছে প্রোটিয়াদের। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৯৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৫১ রান তুললেও, দ্বিতীয় ইনিংসে মাত্র ২২৭ রানে অলআউট হয়। এতে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ৪১৮ রান।

তবে লড়াই চালিয়ে গেলেও অবশেষে ২৯৮ রানে থামতে হয় ডি ককদের। মূলত প্রথম ইনিংসের ব্যটিং ব্যর্থতায় দলকে হারিয়ে দিয়েছে বলে মনে করেন কক।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি