ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ১৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:০৪, ১৮ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকা সফরে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। টেস্ট সিরিজে মুশফিকের দলের ধবলধোলাইয়ের পর রোববার প্রথম ওয়ানডেতেও ১০ উইকেটে পরাজয়ের লজ্জা পেয়েছে মাশরাফির দল। ফরমেট বদলালেও ভাগ্য বদলায় নি টাইগারদের।

পার্লে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে আজ দুপুর ২টায় মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচেও অথিতিদের ছাড় দিতে নারাজ প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসি। প্রথম ওয়ানডেতে সহজ জয় পাওয়া প্রোটিয়ারা তাই সিরিজ নিজেদের করে নিতে চায় আজই। অপরদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ জয় ছাড়া বিকল্প পথ খোলা নেই ধুঁকতে থাকা বাংলাদেশের।

কাটার মাস্টার মোস্তাফিজের ইনজুরির সংবাদে টাইগার বোলিং ডিপার্টমেন্ট একরকম মেরুদন্ডহীন হয়ে পড়েছে। প্রথম ম্যাচে অভিষেকের চাপ সামলে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন মোহাম্মদ সাইফউদ্দিনও। তবে বাংলাদেশ শিবিরে স্বস্তির খবর-চোট কাটিয়ে আজকের ম্যাচে ফিরছেন ওপেনার তামিম ইকবাল। এদিকে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমের হ্যামস্ট্রিং ইনজুরি টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলেছে। আজ ফিটনেস টেস্ট উতরাতে না পারলে এক ম্যাচ বাদেই মুশফিকের জায়গায় মিডল অর্ডারের মূল ভূমিকা রাখতে হবে সাকিব আল হাসানকে। সে ক্ষেত্রে তামিমকে জায়গা ছেড়ে দিয়ে তিনে নেমে যেতে পারেন ইমরুল কায়েস। আর বাঁহাতি-ডান হাতি কম্বিনেশন বিবেচনায় তামিমের সঙ্গে আজও ইনিংসের গোড়াপত্তন করবেন লিটন দাস। মুশফিক খেলতে না পারলে উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবেন তিনি।

এদিকে প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল জয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আজকেই সিরিজ জিতে নিতে চায় প্রোটিয়ারা। আজকের ম্যাচটি তাই টাইগারদের জন্য অগ্নীপরিক্ষা।

 

সূত্র: ক্রিকইনফো

এমআর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি