ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সিরিয়ার বিদ্রোহীদের উপর রুশ বিমান হামলা, নিহত ৩৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ১৪ নভেম্বর ২০২৩

সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় নিহত হয়েছেন ৩৪ জন। এছাড়াও এ হামলায় ৬০ জনেরও বেশি আহত হয়েছে।

ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি সৈন্যদের অবস্থানে গোলাবর্ষণে জড়িত অবৈধ সশস্ত্র গোষ্ঠীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সিরিয়ার সরকারি সেনাদের অবস্থানে সাতবার হামলা চালিয়েছে ওই সশস্ত্র গোষ্ঠী। 

সিরিয়ার সরকার বলছে, গাজা সংঘাত নিয়ে বিশ্বের ব্যস্ততার সুযোগ নিয়ে এমন একটি অঞ্চলে আঘাত হেনেছে বিদ্রোহীরা। যেখানে ৩০ লাখেরও  বেশি মানুষের বসবাস। 

তবে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের বিষয়টি অস্বীকার করেছে বিদ্রোহীরা।

এর আগে সিরিয়ায় ইরানের সঙ্গে সংযুক্ত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দুই দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি