ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সিরিয়ার সরকারী বাহিনীর বিমান হামলায় নিহত ২০ বেসামরিক নাগরিক

প্রকাশিত : ১৩:৪৮, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৩৯, ১ অক্টোবর ২০১৬

সিরিয়ার আলেপ্পোয় সরকারী বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোয় সরকারী ও রুশ বাহিনীর হামলা অব্যাহত থাকায় আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠি জাভাত ফতেহ আল-শামকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে মার্কিন বাহিনী। রুশ-মার্কিন চুক্তি অনুযায়ী আইএস এবং আল-শামের উপর দুই দেশের যৌথ বিমান হামলা পরিচালনার কথা ছিল। অন্যদিকে রাশিয়া এবং সরকারী বাহিনীর অব্যাহত বিমান হামলায় সিরিয়ার পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি