সিরিয়ায় অস্ত্রবিরতির উদ্যোগ
প্রকাশিত : ১৪:৩০, ৩ মে ২০১৭ | আপডেট: ১৫:২৩, ৩ মে ২০১৭
সিরিয়ায় অস্ত্রবিরতির উদ্যোগে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ থামাতে দেশ দুটি এ উদ্যোগ নিয়েছে। সকালে বিষয়টি নিয়ে টেলিফোনে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। কোরিয়া উত্তেজনা কিভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়েও কথা বলেছেন তারা। আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও। দুই নেতার ফোনালাপ ফলপ্রসূ হয়েছে বলে জানায় হোয়াইট হাউস ও ক্রেমলিন। গেল মাসে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্ষেপনাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ওয়াশিংটন-মস্কো সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।
আরও পড়ুন