সিরিয়ায় অস্ত্রাগারে মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েল
প্রকাশিত : ১৯:৪৮, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৯:৫৭, ২৭ এপ্রিল ২০১৭
সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অস্ত্রাগারে মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েল।
অস্ত্রাগারটি সিরিয়ার আসাদ সরকারের জোট লেবাননি গোষ্ঠী হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন। ইসরায়েল জানায় অস্ত্রাগারের মাধ্যমে ইরান হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচার করতো। ইসরায়েলি কর্তৃপক্ষ সরাসরি হামলা চালানোর দায় স্বীকার করেনি; তবে হামলাটি তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, প্রায় ২৫ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর পরই ওই এলাকায় সামরিক বাহিনীর তেল ও অস্ত্রের মজুদে আগুন ধরে যায়। তবে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন