সিরিয়ায় আত্মঘাতি বোমা হামলায় শতাধিক মানুষ নিহত
প্রকাশিত : ১৩:২০, ১৬ এপ্রিল ২০১৭
সিরিয়ায় অবরুদ্ধ বাসিন্দাদের সরিয়ে নেয়ার সময় বাস বহরে আত্মঘাতি বোমা হামলায় নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশত।
স্থানীয় সময় শনিবার আলেপ্পোর কাছে রাশিদিন এলাকায় এ হামলা হয়। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিব প্রদেশে সরকার নিয়ন্ত্রিত আল-ফওউয়া ও কেফরায়া এলাকা থেকে অবরুদ্ধ লোকজনদের বাসে করে অন্যত্র নেয়া হচ্ছিল। বাস বহরটি আলেপ্পোর কাছাকাছি পৌঁছালে আত্মঘাতি হামলা চালানো হয়। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এরমধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। কাতার ও ইরানের মধ্যস্থতায় সিরিয়ার চারটি শহর থেকে আটকে পড়া ২০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ চলছে।
আরও পড়ুন