ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় ইসরাইলি হামলায় তিন বেসামরিক নাগরিক আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৯ এপ্রিল ২০২৩

সিরিয়ার হোমস নগরীর কাছে শনিবার ভোরে একটি স্থাপনা লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এক যুদ্ধ পর্যবেকক্ষকের উদ্ধৃতি দিয়ে জানায়, হিজবুল্লাহর অস্ত্রের গুদামে আঘাত হানে বিমান।

সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলাকালীন ইসরাইল তার ভূখন্ডে প্রাথমিকভাবে ইরান-সমর্থিত বাহিনী ও লেবানিজ হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে। খবর এএফপি’র।
সিরিয়ার ওপর চালানো হামলার বিষয়ে ইসরাইল খুব কমই মন্তব্য করে থাকে। তবে তারা বরাবরই বলে আসছে যে, তাদের চিরশত্রু ইরানকে যুদ্ধবিধ্বস্ত দেশে পা ফেলতে দিবেনা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটের দিকে ইসরাইলি শত্রু  লেবাননের উত্তরাঞ্চল থেকে হোমস শহরের আশপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।’

সিরিয়ার বিমান প্রতিরক্ষা কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে উল্লেখ করে এতে আরো বলা হয়, ‘তিন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে এবং বেশ কয়েকটি জ্বালানী ট্যাঙ্ক ও  ট্রাক পুড়ে  গেছে।’

ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,হোমস প্রদেশের গ্রামাঞ্চলে দাব্বা সামরিক বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র লেবাননের হিজবুল্লাহর একটি অস্ত্রের গুদাম ধ্বংস করেছে।

পর্যবেক্ষকরা জানায়, ‘ডিপোতে থাকা অস্ত্রশস্ত্র বিস্ফোরিত হওয়ার সাথে সাথে প্রচন্ড বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখা যায়।’ তবে এতে হতাহতের কোনো খবর জানায়নি।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি