সিরিয়ায় ত্রাণবাহী গাড়িবহরকে লক্ষ্য করে বিমান হামলা
প্রকাশিত : ১৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৬
অস্ত্রবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণবাহী গাড়িবহরকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হছে।
হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। সিরিয় রেড ক্রিসেন্টের সদস্যরা জাতিসংঘের ত্রাণবাহী বহরটি নিয়ে যাচ্ছিল। জাতিসংঘের এক মুখপাত্র জানান, ত্রাণবাহী ৩১ টি ট্রাকের মধ্যে ১৮টি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ায় অস্ত্রবিরতির অবসান ঘোষণা করার কিছু পরেই আলেপ্পো শহরে বিমান থেকে বোমা হামলা শুরু হয়। বিদ্রোহীরা অস্ত্রবিরতির শর্ত ভেঙেছে বলে অভিযোগ করছে সিরিয় সেনাবাহিনী। বিমান হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন