সিরিয়ায় ত্রাণবাহী গড়িবহরে হামলার ঘটনায় রুশ বাহিনীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত : ০৯:৩৮, ২১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৮, ২১ সেপ্টেম্বর ২০১৬
সিরিয়ার আলেপ্পোয় ত্রাণবাহী গড়িবহরে হামলার ঘটনায় রুশ বাহিনীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ঘটনাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউস।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় রুশ বাহিনীর দুটি যুদ্ধ বিমান অংশ নিয়েছে। তবে নিজেদের সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় এই হামলায় রুশ বা সিরিয় বাহিনী জড়িত নয়। তাদের দাবি বিমান হামলা বা বোমার আঘাত নয় আগুন দেয়া হয়েছিল গাড়িবহরে। তবে কোনপক্ষ আগুন দিয়েছে সেব্যপারে কিছু জানায়নি রাশিয়া। সোমাবার অবরুদ্ধ আলেপ্পোয় ত্রাণবহনের সময় ঐ হামলায় রেড ক্রিসেন্টের কর্মীসহ নিহত হয় ২০ জন।
আরও পড়ুন