ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় বাশারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ২ সেপ্টেম্বর ২০২৩

এক যুগ আগে ২০১১ সালে সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেছিল সিরিয়ার জনগণ। নৃশংসভাবে সেই বিক্ষোভ দমন করতে শুরু করে বাশার বাহিনী।  এতে বিদ্রোহী হয়ে উঠে বিক্ষোভকারীরা। হাতে তুলে নেয় মারানাস্ত্র। দেশটিতে সরকারী বাহিনী ও সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী  গৃহযুদ্ধ। রাশিয়া ও ইরানের সামরিক বাহিনীর সহায়তায় বাশার ক্ষমতায় টিকে থাকলেও সেই যুদ্ধ আজও চলছে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে সাধারণ জনগণের ফের বাশার বিরোধী বিক্ষোভ। সূত্র: অ্যারাব নিউজ, আল-জাজিরা

সাম্প্রতিক এই জনবিক্ষোভের শুরু হয়েছিল সিরিয়ার বর্তমান ভয়াবহ অর্থনৈতিক দূরাবস্থার প্রতিবাদে কিন্তু অল্প সময়ের মধ্যেই তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। 

শুক্রবার (১লা সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন প্রদেশের বিক্ষোভ মিছিলগুলোতে স্লোগান দেওয়া হয়, ‘বাশার নিপাত যাক, ‘সিরিয়া স্বাধীন কর’ ‘সিরিয়া কোনো খামার নয়, আমরা ভেড়া নই’।

সিরিয়া বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। ১২ বছর আগে যখন গৃহযুদ্ধ শুরু হয়েছিল তখন এক ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের দর ছিল ৪৭। বর্তমানে সেই মূল্যমান নেমে পৌঁছেছে ১৫ হাজার ৫০০তে। সিরিয়ার ইতিহাসে এর আগে ডলারের বিপরীতে পাউন্ডের এমন দরপতন আর কখনো ঘটেনি।

সিরিয়ার ১৪টি প্রদেশের মধ্যে ৩টি ব্যাতীত বাকিগুলো এখনও রাজধানী দামেস্কে ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। সরকার নিয়ন্ত্রিত প্রদেশগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ বিরল, কিন্তু এবারের বিক্ষোভ শুরু হয়েছে মূলত সরকার নিয়ন্ত্রিত প্রবেশগুলোতেই।

এমনকি এই বিক্ষোভে সাড়া দিয়েছেন দ্রুজ ধর্মাবলম্বীরাও, যারা দেশটির মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ। গত ১২ বছরে কখনও কোনো আন্দোলন-প্রতিবাদে অংশ নেওয়া দ্রুজরা এই প্রথম কোনো আন্দোলনে নামলেন। সিরিয়ার গৃহযদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি