সিরিয়ায় বাহিনী পাঠানোর সৌদি আগ্রহের কড়া সমালোচনা ইরান রেভ্যূল্যুশনারী গার্ড কমান্ডারের
প্রকাশিত : ২০:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬
সিরিয়ায় পদাতিক বাহিনী পাঠানোর সৌদি আগ্রহের কড়া সমালোচনা করেছেন ইরান রেভ্যূল্যুশনারী গার্ডের কমান্ডার মুহাম্মদ আলী জাফারি।
এসময় তিনি বলেন, সিরিয়ায় পদাতিক বাহিনী পাঠানোর সাহস নেই সৌদি আরবের। যদি তারা সেটা করেও তবে তা হবে আত্মঘাতী। গেল বৃহস্পতিবার সিরিয়ায় পদাতিক সৈন্য পাঠাতে নিজেদের আগ্রহের কথা জানায় সৌদি আরব। জানানো হয় মার্কিন নেতৃত্বাধীন জোট সম্মত হলেই সেখানে সৈন্য পাঠাতে প্রস্তুত তারা। তবে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি-মিত্র যুক্তরাষ্ট্র। সিরিয়ায় আসাদ সরাকারকে রক্ষায় ইতিমধ্যেই সেখানে ইরানের সেনা মোতায়েন রয়েছে।
আরও পড়ুন