ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২১ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ায় সরকারিবাহিনী ও তাদের মিত্রদের বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫০-এ দাঁড়িয়েছে। দেশটির রাজধানী দামেস্কের নিকটবর্তী বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ এলাকা পূর্ব  ঘৌটায় এ ঘটনা ঘটে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা `সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস` (এসওএইচআর) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবারও সেখানকার অন্তত ১০টি শহর ও গ্রামে বোমা হামলা  চালায় সরকারি বাহিনী। এর আগে গত সোমবার পূর্ব ঘৌটায় সরকারি বাহিনীর হামলায় শতাধিক মানুষ নিহত হন।

মানবাধিকারকর্মীদের বরাতে জানা গেছে, ঘৌটায় দুই দিনে ৫০ জনেরও বেশি শিশু নিহত হয়। দেশটির সরকারি বাহিনীর ৪৮ ঘণ্টার গোলাবর্ষণে এ পর্যন্ত আরো ১২০০ জন আহত হয়েছেন। এছাড়া এলাকাটিতে প্রায় চার লাখ মানুষ আটকা পড়ে আছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

তথ্যসূত্র: বিবিসি

আরকে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি