ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

সিরিয়ায় সহিংসতার কমেছে উল্লেখযোগ্য মাত্রায়

প্রকাশিত : ১৫:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৬

সিরিয়ায় রুশ-মার্কিন ঘোষিত অস্ত্রবিরতি কার্যকরের ২৪ ঘণ্টার মাথায় সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমেছে বলে দাবি করেছে জাতিসংঘ। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন ডি মিসতুরা জানান, কয়েকটি স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটলেও পুরো সিরিয়ায় সহিংসতা অনেকখানি কমেছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাও গেল ২৪ ঘণ্টায় কোনো হতাহতের খবর পায়নি বলে জানিয়েছে। এদিকে ত্রাণ নিয়ে সিরিয়ায় প্রবেশের অপেক্ষায় রয়েছে মানবাধিকার সংস্থাগুলো। সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে ৭ দিনের অস্ত্রবিরতি। তবে আইএস, আল-কায়েদা ও এর সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠনগুলো এর আওতার বাইরে রয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি