ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

সিলভার জোড়া গোলে ম্যানসিটির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৩ মার্চ ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে ডেভিড সিলভার জোড়া গোলে জয় পেয়েছে ম্যানচেষ্টার সিটি। সোমবার স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল।  

ম্যাচের ১০তম মিনিটে গোছানো এক আক্রমণে এগিয়ে যায় সিটি। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে বল পেয়ে জোরালো শটে গোলটি করেন ডেভিড সিলভা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা।

বিরতি থেকে ফিরে পাঁচ মিনিটে ব্যবধান দ্বিগুন করে ম্যানসিটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস থেকে ফিরতি বল পেয়ে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন এ স্প্যানিশ মিডফিল্ডার।

৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮১। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি