সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি আরও অবনতি
প্রকাশিত : ১৩:২৯, ৩ জুলাই ২০১৭
কুুশিয়ারা ও সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে । পানিবন্দি হয়ে পড়েছে রয়েছে লক্ষাধিক মানুষ। নতুন করে প্লাবিত হয়েছে সিলেটের জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে উপজেলা সদরের বেশকিছু এলাকা। এদিকে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।
টানা বর্ষণ ও উজানের ঢলে সুরমা ও কুশিয়ারার পানি আরও বেড়েছে। এতে ৭ উপজেলায় পানিবন্দী প্রায় সাড়ে ৩ লাখ মানুষ।
সিলেটে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা মারাত্মক আকার ধারণ করেছে জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা সদরে।
পানিতে তলিয়ে গেছে সিলেটের প্রায় দেড়শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।
বন্যার্তদের ত্রাণ সহায়তায় এরইমধ্যে মাঠে নেমেছে প্রশাসন।
মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি বাড়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্রধান প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় হাওর পাড়ে ভাসমান হাজার হাজার মানুষ।
আরও পড়ুন