ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

সিলেটকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো চ্যালেঞ্জার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ২৮ জানুয়ারি ২০২৩

টানা চার ম্যাচে হার নিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শনিবার (২৮ জানুয়ারি) রাতের ম্যাচে মেহেদী মারুফ ও দলনায়ক শুভাগতের ঝড়ো ফিফটিতে চড়ে ৬ উইকেটে ১৭৪ রান জোড়ো করে দলটি।

রাউন্ড রবিন লিগের গ্রুপ পর্বে আর মাত্র ৪ ম্যাচ রয়েছে দলটির সামনে। নিজেদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে সব ম্যাচে জয় পাওয়াটাই চট্টগ্রামের জন্য সবচেয়ে সুবিধার হবে।

দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। মাত্র ২৬ বলে ফিফটি তুলে নিয়ে সিলেটের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছেন এই ক্রিকেটার। শুধু শুভাগতই নয়, ব্যাট হাতে এদিন চট্টগ্রামের পক্ষে রান পেয়েছেন আফিফ হোসাইন এবং মেহেদী মারুফও।

যার ফলে টস জিতে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৭৪ রান। যেখানে ফিফটি পেয়েছেন শুভাগত হোম এবং মেহেদী মারুফ। আগের ম্যাচের হার থেকে জয়ে ফিরতে সিলেটকে করতে হবে ১৭৫ রান।

এর আগে অবশ্য প্রথম বলেই উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। উসমান খান রানের খাতা খোলার আগে আউট হয়ে ফেরেন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আফিফ ও মেহেদী মারুফ ৮৮ রান যোগ করে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

আফিফ ৩৪ রান করে ফিরলে ভাঙে জুটিটি। তবে এরপরে ৯ রানের ব্যবধানে ৪ উইকেট হারালে চট্টগ্রামের রানের গতি কিছুটা কমে যায়। মেহেদী মারুফ ফেরেন ৫২ রান করে।

একপ্রান্তে উইকেট গেলেও চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন। সিলেটের প্রায় সব বোলারকে হার্ডহিটিং অ্যাবিলিটি দেখিয়ে ২৬ বলে ৩টি করে চার-ছয়ে ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সুবিধাজনক স্কোর এনে দেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি