ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

সিলেটে ছয় উপজেলায় লাখো মানুষ পানিবন্দি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ২ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:৫৪, ২ জুলাই ২০১৭

ছবি: সিলেটের পানিবন্দি মানুষ।

ছবি: সিলেটের পানিবন্দি মানুষ।

টানা বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সিলেটের ছয় উপজেলায় বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ, ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলার অর্ধশতাধিক গ্রাম। হাজার হাজার ঘরবাড়ি, দোকান পাট ডুবে গেছে। তলিয়ে গেছে ফসলী জমি। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা বৃষ্টির কারণে বরাক নদীতে পানি বেড়ে যাওয়ায় বরাকের শাখা নদী সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি তীর উপচে প্রবেশ করেছে লোকালয়ে। ফলে সুরমা ও কুশিয়ারা অববাহিকায় নদীর তীরের গ্রামগুলো তলিয়ে গেছে বন্যার পানিতে।তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন। ফেঞ্চুগঞ্জে ও ওসামানী নগরে কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত এলাকায় ১২৮ মেট্রিকটন চাল ও দুই লাখ ৭৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরিস্থিতি দেখে আরও ত্রাণ ও সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান।

কুশিয়ারা নদীর তীরে অবিস্থিত ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে পানি ওঠায় শতাধিক দোকানপাটে পানি উঠেছে। সড়কে নৌকা দিয়ে চলাচল করছে মানুষ। ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল আলিম গণমাধ্যমকে বলেন, নদীর পানি উপচে দোকানে প্রবেশ করেছে। প্রায় এক সপ্তাহ ধরে পানি কিছু কিছু বাড়ছে। লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

বালাগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা রজত দাস বলেন, বাসা-বাড়িতে পানি উঠেছে। ঘরের মধ্যে পানি। রান্না করা সম্ভব হচ্ছে না। পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন পার করতে হচ্ছে।

 

//আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি