ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৫

সিলেট প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ৭ জুন ২০২৩ | আপডেট: ১২:৪১, ৭ জুন ২০২৩

সিলেটের নাজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। 

বুধবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)।

অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

আজ সকাল ছয়টার কিছু আগে ৩০ জন শ্রমিক নিয়ে ওসমানীনগরের গোয়ালবাজারে যাচ্ছিল দুর্ঘটনার কবলে পড়া পিকআপ ভ্যানটি। ছয়টার দিকে পিকআপ ভ্যানটি দক্ষিণ সুরমার নাজিরবাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। 

এতে পিকআপ ভ্যানটি উল্টে যায়। গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানে থাকা ১১ জন শ্রমিক। আহত হন আরও ১৯ জন।

সংঘর্ষের পর শ্রমিক বহনকারী পিকআপটি রাস্তার পাশে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।

খবর পাওয়ার পরই ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়।

স্বজন হারানোদের কান্নায় ভারি হয়ে ওঠে হাসপাতালের বাতাস। 

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি