ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

সিলেটে ত্রাণ বিতরণ করেছে কোয়ান্টাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ২৮ জুন ২০২৪ | আপডেট: ১৯:৫২, ২৮ জুন ২০২৪

সিলেটের নদ-নদীর পানি দিন দিন কমছে। বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র ভেসে উঠছে চারদিকে। পানি কমে যাওয়ায় প্রতিদিনই আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ। এদিকে পানি কমার পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত রোগ। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টার-এর উদ্যোগে বন্যা দূগতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত ২৩ জুন সিলেটের বালাগঞ্জ ও রাজনগর উপজেলার মধ্যবর্তী মাইজাইল হাওর সংলগ্ন বন্যা দুর্গত এলাকা- চিন্নাতপুর, আগলাপুর, আলমপুর, তেঘরিয়া, একাচিকন, ফুলতইল এবং সারসপুরে ; ২৫ জুন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার  উত্তর শ্রীপুর ইউনিয়নের টাংগুয়ার হাওর মধ্যবর্তী গুলাবাড়ি, জয়পুর, শিলহানিতাহিরপুর, মন্দিয়াতা কান্দাগাও, মদনপুর ও জামালপুর গ্রামে এবং ২৭ জুন সুনামগঞ্জ শহরের বিভিন্ন প্রান্ত যেমন কালিপুর, ব্রাহ্মণগাঁও, মোহাম্মদপুর, হাসান নগর, আরফিন নগর, বনানীপাড়া, বেতগঞ্জ বাজার এবং সিলেটের উপশহর সংলগ্ন তেরোরতন, মোগলাবাজারের হোসেনপুরে - এ পর্যন্ত সর্বমোট ২১১টি পরিবারে ২১১ প্যাকেট ত্রাণ সরবরাহ করা হয়।

 

প্রতি প্যাকেটে ছিল- চাল ৩ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, চিড়া ১ কেজি, গুড় আধা কেজি , ডাল ১ কেজি, লবণ আধা কেজি , তেল আধা কেজি, মুড়ি আধা কেজি, গ্যাস লাইট ১টি, দিয়াশলাই ২টি, মোমবাতি ৫টি, খাবার স্যালাইন ৫টি।

উল্লেখ্য, সিলেটের বন্যায় রাস্তাঘাট, মৎস্য ও কৃষি খাতে ৭৭৯ কোটি ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। সিলেট সিটি করপোরেশনের তথ্যানুযায়ী, নগরীর ২৫০ কিলোমিটার রাস্তায় পানিতে তলিয়ে যাওয়ায় আনুমানিক ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিলেট কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যানুযায়ী, জেলার ১৩ উপজেলায় আউশ বীজতলা, সবজি ও বোনা আমন ধানের ১৫ হাজার ৫০৬ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় ৯৮ হাজার ৬৫৩ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে ২৭৫ কোটি ২১ লাখ টাকা।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি