ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

সিলেটে বোমা সদৃশ বস্তুটি রেখেছিল শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:২৮, ২৬ এপ্রিল ২০১৭

সিলেটের স্কলার্সহোমসে লাল টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তুটি রেখেছিল এক শিক্ষার্থী।  

বুধবার দুপুরে র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ২৪ ঘন্টা পর ওই বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেন। পরে স্কুল কর্তৃপক্ষ জানায়- সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে মঙ্গলবার সন্ধ্যায় তারা শিক্ষার্থী এবাদুকে আটক করে। এ সময় এবাদুর পুলিশের কাছে স্বীকার করে সবাইকে কৌতুহলি করে তুলতেই টেপ মোড়ানো বস্তুটি সিঁড়ির কাছে রেখেছিল সে।  কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, দশম শেনীর ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিস্কার করা হবে।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি