ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সিলেটের আতিয়া মহলের ঘটনায় ২ মামলার তদন্ত শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৫:৫৯, ১৫ মে ২০১৭

সিলেটের আতিয়া মহলের ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার সকালে আতিয়া মহল পরিদর্শনের সময় পিবিআই কর্মকর্তারা বলেন, সন্ত্রাস দমন আইন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলার সুষ্ঠু তদন্ত করা হবে। এরিমধ্যে আলাতম সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রায় এক মাস পুলিশি তদন্তের পর চলতি মাসে পিবিআইয়ের কাছে দুটি মামলার দায়িত্ব দেওয়া হয়। ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানে মারা যায় চার জঙ্গি। এছাড়া বোমা বিস্ফোরণে মারা যান র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধানসহ ৭ জন।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি