ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সিলেটের রান পাহাড়ে চাপা পড়ল ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৮, ১০ জানুয়ারি ২০২৩

বিপিএলের নবম আসরে ফর্ম আর আত্মবিশ্বাসে বৃহস্পতির তুঙ্গে আছে সিলেট স্ট্রাইকার্স। জয়রথ ছুটেই চলেছে মাশরাফি বিন মর্তুজার দলের। মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রতিযোগিতায় টানা চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে সুরমা পাড়ের দলটি। সিলেটের এবারের জয়টি এসেছে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রথম ইনিংস শেষেই। তৌহিদ হৃদয় ও নাজমুল হোসাইন শান্তর ঝোড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ২০১ রান করে সিলেট স্ট্রাইকার্স। 

জবাব দিতে নেমে মোটেও ডমিনেট করে খেলতে পারেনি ঢাকা ডমিনেটর্স। ম্যাচের তিন বল বাকি থাকতেই ১৩৯ রানে গুটিয়ে গেছে নাসির হোসাইনের দল। সিলেট জিতেছে ৬২ রানের বড় ব্যবধানে।

সিলেটের ইনিংসের শুরুটা অবশ্য ভালো ছিল না। ১৭ রানেই বিচ্ছিন্ন হয় উদ্বোধনী জুটি। ছয় বলে ছয় রান করে বিদায় নেন ওপেনার মোহাম্মদ হ্যারিস। ধাক্কা সামলে নেয় দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটিতে। বিধ্বংসী এই জুটিতে ঝড় তোলেন শান্ত এবং হৃদয় দুজনেই। 

জুটি ভাঙে শান্তর বিদায়ে। ৩৯ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৫৭ রানে আউট হন শান্ত। টানা তৃতীয় হাফসেঞ্চুরি হাঁকানো হৃদয় ৪৬ বলে পাঁচটি করে চার-ছক্কায় ফেরেন ৮৪ রানে। এ ছাড়া জাকির হাসান ১০ এবং থিসারা পেরেরা ১১ রানে আউট হন। ঢাকার পক্ষে ৪৫ রানে তিন উইকেট নেন আল আমিন হোসেন। ৩৬ রানে দুটি শিকার তাসকিন আহমেদের।

বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধসে পড়ে ঢাকার টপ অর্ডার। ৩০ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দিলশান মুনাবীরা, আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার। মাঝেরজন খুলতে পারেননি রানের খাতা। মুনাবীরা ১০ বলে ১২ এবং সৌম্য নয় বলে ছয় রানে আউট হন। চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটিতে বিপর্যয় সামলে ওঠে ঢাকা।

কিন্তু মোহাম্মদ মিঠুন ও অধিনায়ক নাসিরের ওই জুটি ভাঙতেই ফের ছন্দপতন হয় ঢাকার। ২8 বলে তিনটি চার ও দুই ছক্কায় ৪২ রানে আউট হন মিঠুন। ৩৫ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৪৪ রানে ফেরেন নাসির। সিলেটের দারুণ বোলিংয়ের মুখে ঢাকার আট ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।

ঢাকার ছয় বোলারই উইকেট পেয়েছেন। দুটি করে শিকার ইমাদ ওয়াসিম, অধিনায়ক মাশরাফি ও মোহাম্মদ আমিরের। একটি করে উইকেট গেছে রেজাউর রহমান রাজা, থিসারা পেরেরা ও শান্তর ঝুলিতে। তবে বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে অবধারিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন তরুণ হৃদয়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি