সিলেটের লালাখাল পর্যটন স্পট নীল পানি আর পাহাড়ের মিতালী (ভিডিও )
প্রকাশিত : ১৭:০০, ৮ মে ২০১৯ | আপডেট: ১৭:২৮, ৮ মে ২০১৯
সিলেটের লালাখাল পর্যটন স্পট যেনো নীল পানি আর পাহাড়ের মিতালী। একপাশে চায়ের বাগান, অন্যপাশে ভারতের বিস্তীর্ণ এলাকার সবুজের হাতছানি। অপরুপ এ দৃশ্য দেখতে প্রতিদিনই পর্যটকরা ছুটে যান লালাখানে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধা না থাকায় ভোগান্তিতে পরতে হয় তাদের।
সিলেটের জৈন্তাপুরে প্রকৃতিতে ঘেরা লালাখাল। নদী, পাহাড় আর সবুজ প্রকৃতি খেলা করে সীমান্তঘেষা এ জনপদে। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রশান্তির আশায় পর্যটকরা ঘুরে বেড়ান নদীবুকে।
তবে-সিলেট-তামাবিল রাস্তা দিয়ে ঢুকলেই ভোগান্তি ভাঙ্গা রাস্তায় অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় পর্যটকদের।
ইতোমধ্যে লালাখালের যোগাযোগ ব্যবস্থা উন্নত ও পর্যটক সুবিধা বাড়াতে স্থানীয়ভাবে বৈঠক হয়েছে বলে জানান জনপ্রতিনিধি।
ভোগান্তির কারনে পর্যটক হারাতে পারে লালাখাল- এমন আশঙ্কায় নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা বাড়াতে পর্যটক পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি এলাকাবাসীর।
আরও পড়ুন