সিসির বিরুদ্ধে লড়তে পারবে আহমেদ শফিক
প্রকাশিত : ১৭:৪৬, ২ ডিসেম্বর ২০১৭
২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে মিশরের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকের কোন বাধা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুক্রি। শুধু তাই নয়, আরব-আমিরাত থেকে আহমেদ শফিককে দেশটিতে যেতে দেওয়া হচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে তাও প্রত্যাখ্যান করেছেন তিনি।
এদিকে ভূমধ্যসাগরীয় অঞ্চল ইতালিতে দেওয়া এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুক্রি জানান, আহমেদ শফিকের দেশটিতে ভ্রমণের বিষয়ে কোন নিষেধাজ্ঞা নেই। তাকে প্রেসিডেন্ট নির্বাচনে বাধা দেওয়ার কোন আইনি বৈধতা মিশর সরকারের নেই। তাই, তার ব্যাপারে সরকার কোন হস্তক্ষেপ করছে না।
এসময় তিনি আরও বলেন, আমি জানি না তিনি কেন দেশে আসছেন না। আমি যতদূর জানি, তার বিরুদ্ধে আদালতে মামলা চলছে। তবে মামলাগুলো নিষ্পত্তি হয়েছে কি না সে বিষয়ে আমার ধারণা নেই। এদিকে আল-জাজিরার কাছে পাঠানো এক ভিডিও বার্তায় আহমেদ শফিক আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন।
গত ২৯ নভেম্বর আল-জাজিরার কাছে পাঠানো ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, আরব-আমিরাত থেকে তিনি দেশে ফিরতে পারছেন না। এসময় তিনি আরও বলেন ২০১৮ সালে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে চান, তবে আরব আমিরাত সরকার তাঁর ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরব-আমিরাত কেন তাঁর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, সে সম্পর্কে এখনো তিনি অবগত নন বলেও দাবি করেন।
এদিকে আরব-আমিরাত ও সৌদির সঙ্গে সিসির ভাল সম্পর্ক রয়েছে। ধারণা করা হচ্ছে, শফিককে দেশে ফেরত না দেওয়ার ক্ষেত্রে সৌদিরও সমর্থন রয়েছে। পাশাপাশি দেশটি ত্যাগে মিশরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসির নিষেধাজ্ঞা রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: আল-জাজিরা
এমজে/
আরও পড়ুন