ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

সিয়েরা লিওনে ভূমিধসে নিহত ৩২১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৪:১১, ১৫ আগস্ট ২০১৭

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের কাছে বৃষ্টির পর পাহাড় ধসের ঘটনায় ৩১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। এ ঘটনায় এখনো অনেকে আটকা পড়ে আছেন। দুই হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

বিবিসি জানায়, ভারি বৃষ্টিপাতের কারণে স্থানীয় সময় সোমবার ভোররাতের দিকে রাজধানীর রিজেন্ট এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে অনেক ঘরবাড়ি সম্পূর্ণ মাটির নীচে চাপা পড়েছে।

রেড ক্রস জানিয়েছে, “ফ্রিটাউনের সেন্ট্রাল মর্গে ২০৫টি মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে।”

আরও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রেড ক্রসের মুখপাত্র  আবু বকর তারাওয়ালি।

রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক মোসাকুইউ বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১২ জনে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

রাজধানী ফ্রিটাউনের দুটি হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে। সেখানে স্বজনেরা ভিড় করছেন।

ফ্রিটাউনের কনাউট হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা মোহাম্মেদ সিন্নাহ এএফপিকে বলেন, এখন পর্যন্ত তারা ১৮০ জনের মরদেহ গ্রহণ করেছেন। এদের অধিকাংশই শিশু। তবে যে হারে মরদেহ আসছে, তাতে হাসপাতালের মর্গে আর মরদেহ রাখা সম্ভব নয়।

সিন্নাহ আরও বলেন, অনেক মরদেহ বেসরকারি একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ভিক্টর বোকারি ফোহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সম্ভবত শত শত মৃতদেহ মাটির নিচে পড়ে আছে। এ দুর্যোগ এতটাই গুরুতর যে আমি নিজেই ভেঙে পড়েছি। আমরা ওই এলাকা ঘিরে রেখে দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি।’

এলাকাটিতে অনেক অবৈধ ভবন তোলা হয়েছিল বলেও জানান বকারি ফোহ। তিনি বলেন, লোকজনকে সেখান থেকে সরিয়ে নিতে এলাকাটি ঘিরে রাখার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসি’র একজন প্রতিনিধি জানান, পাহাড় ধসের সময় চাপা পড়া বাড়ি ঘরের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।

সিয়েরা লিওনের এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যান্ডি রজার্স বলেছেন, রিজেন্ট এলাকায় ধসের কারণে ২ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে।

এতবড় দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে বড় ধরনের মানবিক সহায়তার প্রয়োজন পড়বে বলে জানান তিনি।

ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি