ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মো. আনোয়ার হোসাইন নিহত হয়েছেন। তিনি বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সিতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসাইন বারৈয়াঢালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইছহাকের ছেলে। 

জানা গেছে, সকাল ৯টার দিকে আনোয়ার হোসেন মোটরসাইকেলে জামায়াতের একটি প্রোগ্রামে যোগ দিতে সিতাকুণ্ড বাজারের দিকে যাচ্ছিলেন৷ পথে পন্থিছিলা এলাকায় একটি বেপরোয়া পিকআপের ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিতাকুণ্ড উপজেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির সিতাকুণ্ড শহর সাথী শাখা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, ‘মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আমাদের সংগঠনের রোকন মো. আনোয়ার হোসাইন ইন্তেকাল করেছেন। তিনি আমাদের মাঝ থেকে এভাবে চলে যাবেন তা ভাবতেও পারিনি। তার মৃত্যুকে গভীরভাবে শোকাহত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তার পরিবারকে এই শোক সইবার তৌফিক দেন৷’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি