ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বিজিবি মহাপরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমারের ওপার থেকে আজ কোন গোলাগুলির শব্দ শোনা যায়নি। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর। আজ সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে গেল তিন দিনে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১৮৩ জন, ২ জন সেনাসদস্য, ৪ জন সিআইডি, ৫ জন পুলিশ, ৯ জন স্পেশাল ব্রাঞ্চের সদস্য, ২০ জন ইমিগ্রেশন সদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিক বাংলাদেশে আশ্রয় নেন। 

এছাড়া সর্বশেষ আশ্রয় নেয়া ৩৫ জনের পরিচয় শনাক্ত প্রক্রিয়াধীন রয়েছে। 

এদিকে ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনায় সীমান্ত থেকে ২৪০টি পরিবারকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি