ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সীমান্তে চোরাচালান বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৬, ২০ এপ্রিল ২০১৭

সীমান্তে চোরাচালান বন্ধে সার্ভিলেন্স ডিভাইস প্রচলনসহ টহল ও মোবাইল কোর্ট বাড়ানোর নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর ১ লাখ ৮৫ হাজার অভিযানে ৮ হাজার ৬শ’ ৫০ জন চোরাচালানীকে আটক করা হয়েছে। মামলা হয়েছে ৯ হাজার ৮শ’ ৩৪টি। এর মধ্যে ২ হাজার ৬শ’ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চোরাচালান বন্ধে সীমান্ত সহ চিহ্নিত স্থানগুলোতে আধুনিক তদারকির ব্যবস্থা করা হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি