ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্তে বিএসএফ’র সিসি ক্যামেরা স্থাপন, বিজিবি’র প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশঝানি সীমান্ত রেখার একটি গাছে সিসি ক্যামেরা স্থাপন করেছে বিএসএফ। এর কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। দ্রুত সিসি ক্যামেরা খুলে নিতে প্রতিবাদপত্র দিয়েছে তারা।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বিজিবি ও বিএসএফ’র কয়েক দফায় ফ্লাগ মিটিংয়ে দুই পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে রোববার রাতে ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদের সামনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি সিসি ক্যামেরা স্থাপন করে। এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদটি দু’দেশের সীমান্ত রেখার নো-ম্যানস ল্যান্ডে অবস্থিত। দেশভাগের আগে স্থাপন করা এ মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষ নামাজ আদায় করে আসছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি