ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৪৮)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশ। এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির টহল দল ভূরুঙ্গামারী ইউনিয়নের দলভিটা নামক এলাকা থেকে তাকে আটক করে।

মোজাফফর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার কালামাটি এলাকার মাদারগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মোজাফফরকে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি