ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ২৯ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৫:৫২, ২৯ ডিসেম্বর ২০২০

করোনার পরিস্থিতি কিছুটা অনুকূলে আসলে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। একই সাথে অনলাইনেও পাঠদান চালু থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে আগামী ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে জুলাই-আগস্টের দিকে এইচএসসি ও জুনের দিকে এসএসসি পরীক্ষা হতে পারে।’ 

আজ মঙ্গলবার দুপুর ২টায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে মতবিনিময়কালে একথা বলেন মন্ত্রী। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘চলমান করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসির ফলাফল ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে। যা আগামী বছরের জানুয়ারির মধ্যে করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। জারি হলেই এইচএসসির ফল প্রকাশ করা হবে।’ 

তিনি বলেন, ‘এইচএসসির ফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য ইতিমধ্যে আট সদস্যের পরামর্শক কমিটি কাজ করছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জেএসসি বা সমমান এবং এসএসসি বা সমমানের ফলাফলের মানের ভিত্তিতে এইচএসসি বা সমমানের চূড়ান্ত ফল নির্ধারণ করা হবে। একইভাবে মাদ্রাসা ও কারিবগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হবে। সমন্বয়কৃত বিষয়ের প্রাপ্ত নম্বরের মানের ভিত্তিতে এইচএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর প্রতিস্থাপন করে বিদ্যমান পদ্ধতিতে গ্রেড পয়েন্ট চূড়ান্ত করা হবে।’

প্রসঙ্গত, চলমান করোনা সংকটাবস্থায় গত ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে অবস্থার উন্নতি না হওয়ায় বেশ কয়েক দফায় বাড়ানো হয় সে ছুটি। সবশেষ গত ১৮ ডিসেম্বর (শুক্রবার) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি