ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সু চির নীরবতায় খুশি ভিক্ষুরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:০২, ১৫ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গাবিরোধী নৃশংস অভিযান নিয়ে নীরব দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির। সহিংসতা বন্ধের কোনো উদ্যোগই নিচ্ছেন না তিনি। বিশ্বে তার নীরবতা নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনা হলেও সু চির এই অবস্থানে ব্যাপক খুশি দেশটির কট্টর ভিক্ষুরা।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে কথা বলেন বিবিসির সাংবাদিক ফারগাল কিয়ান। তাদের সঙ্গে কথা বলার সময়ই বেরিয়ে আসে কট্টর বৌদ্ধ ও বৌদ্ধ জনগোষ্ঠীর পুরোনো রোহিঙ্গা বিদ্বেষ। রোহিঙ্গা বিদ্বেষের জন্য বিশ্বে ব্যাপক সমালোচিত কট্টর বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন মা বা থা। সংগঠনটির প্রধান নেতা হলেন অশ্বিন উইরাথু। অবশ্য বিবিসির ক্যামেরার সামনে নিজের মুখ ঢেকে ফেলেন এই বিতর্কিত নেতা। তারা মনে করে, দেশটিতে আগ্রাসী ইসলামের শিকার হচ্ছে বৌদ্ধরা।

অং সান সু চির সরকার মা বা থা সংগঠনটিকে নিষিদ্ধ করলেও এ সংগঠনের নেতা-কর্মীরা এখনও সক্রিয়। বিদ্বেষ প্রচারে তারা এখনও কাজ করছে দেশটিতে। ভিক্ষু এইন্দার সাক্কা বলেন, আইন মেনে চলা মুসলমানদের নিয়ে সমস্যা নেই, তবে ভারতের দিকে তাকালে দেখবেন সেখানে মুসলমান দখলদাররা জনগণকে ধর্মান্তর করতে বাধ্য করছে। এই ভিক্ষুর মতোই অন্যরাও একই অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

চলমান এই রোহিঙ্গা সংকটে রাখাইন রাজ্য ছেড়ে প্রাণ বাঁচাতে অন্তত চার লাখ রোহিঙ্গা এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া প্রসঙ্গে ভিক্ষু এইন্দার সাক্কা বলেন, তারা রোহিঙ্গা নয়, তারা বাঙালি। তিনি বলেন, সু চি বাঙালি ইস্যুতে সঠিক অবস্থানেই আছেন। সঠিক কথা বলছেন। তার এ অবস্থানে খুবই খুশি।

তবে ভিক্ষুদের সবচেয়ে ভয়ঙ্কর রোহিঙ্গা বিদ্বেষ দেখা গেল সু চির দলের মান্দালয় শাখার নিরাপত্তাবিষয়ক মুখপাত্রের মুখেই। মিন্ট অং মো’র বিশ্বাস, রাখাইন রাজ্যে বৌদ্ধরাই নির্যাতনের শিকার।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি