ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুইমিং কমপ্লেক্স নির্মাণ নিয়ে ২ মেয়র মুখোমুখি অবস্থানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ১৩ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের উন্মুক্ত মাঠে সুইমিং কমপ্লেক্স নির্মাণ নিয়ে মুখোমুখি অবস্থানে চট্টগ্রামের সাবেক ও বর্তমান মেয়র। বর্তমান মেয়রের দাবি, মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই তৈরি হচ্ছে সুইমিং কমপ্লেক্স। অপরদিকে সাবেক মেয়রের অভিযোগ, এটি মুক্তিযুদ্ধের বিজয় মেলা বন্ধের ষড়যন্ত্র। এদিকে, এমন পদক্ষেপে ক্ষোভ জানিয়েছেন ক্রিড়াবিদরা। 

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এই উন্মুক্ত মাঠেই প্রতিদিন অনুশীলনে ব্যস্ত সময় কাটায় ক্ষুদে ক্রিড়াবিদরা। কখনো ফুটবল, কখনো ক্রিকেট-সহ নানা ইভেন্টে চলে দিনভর অনুশীলন। পাশাপাশি এই মাঠেই ১৯৮৯ সাল থেকে প্রতিবছর আয়োজন করা হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এখন এই জায়গায় চলছে ১২ কোটি টাকা ব্যায়ে সুইমিং কমপ্লেক্স নির্মান কাজ।
উন্মুক্ত মাঠে সুইমিং কমপ্লেক্স নির্মাণে ক্ষোভ প্রকাশ করেছে ক্ষুদে ক্রিড়াবিদরা।
এদিকে নতুন প্রজম্মের কথা বিবেচনায় রেখে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই সুইমিং কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে বলে জানান বর্তমান মেয়র।
তবে অন্য কোনো জায়গায় সুইমিং কমপ্লেক্স নির্মাণের দাবী জানিয়ে সাবেক মেয়র বলছেন এটি মুক্তিযুদ্ধের বিজয় মেলা বন্ধ করার ষড়যন্ত্র।
এদিকে প্রতিটি শহরেই উন্মক্ত স্থানের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি