ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুজনের স্বাস্থ্যের উন্নতি, নেয়া হবে সিঙ্গাপুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ৩১ জুলাই ২০১৭

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার তার অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে তিনি এখনো অচেতন অবস্থায় আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (বিসিবি) নাজমুল হাসান পাপন।

শারীরিক অসুস্থতার কারণে রোববার বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকতে পারেননি সুজন। রোববার সকাল থেকেই শরীর খারাপ থাকলেও বিকালে অবস্থা খারাপ হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার বড় ভাই ইয়াফি বিষয়টি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জানান। বোর্ড সভা শেষে বিসিবির সভাপতিসহ বোর্ডের অন্যান্য পরিচালকরা তাকে দেখতে ছুটে যান ইউনাইটেড হাসপাতালে।

`চাচা` খ্যাত জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বোর্ডের অত্যন্ত প্রিয়মুখ। তিনি শুধু জাতীয় দলের ম্যানেজারই নন, বিসিবি পরিচালক এবং গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে ঢাকা আবাহনীর কোচ। বিপিএল ঢাকা ডাইনামাইটসেরও কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

 

//আর//এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি