ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ৯ জুলাই ২০২৩

সুদানের রাজধানী সংলগ্ন শহর ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। 

শনিবার এই হামলার ঘটনায় নিহতের কথা জানিয়েছে খার্তুম প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

রাজধানী খার্তুম ও পার্শ্ববর্তী তিন শহরের অন্যতম ওমদুরমানের নিয়ন্ত্রণ রয়েছে আধা সামরিক বাহিনী আরএসএফের কাছে। এলাকার নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। 

এরআগে, ওমদুরমানের পূর্ব অংশে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম প্রতিষ্ঠানের কমপ্লেক্সে রাতভর হামলা চালানো হয়। 

পশ্চিম দারফুরে জাতিগত সহিংসতার পাশাপাশি দুই বাহিনীর সংঘর্ষ খার্তুম, করদোফান ও দারফুরে ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত এক হাজার ১শ’ জনের মৃত্যু হয়েছে। 

তিন মাসের এ লড়াই এরই মধ্যে আনুমানিক ২৯ লাখ লোককে বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে। বিদেশিরা দেশটি ছেড়ে চলে গেছে। সাত লাখের মতো নাগরিক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি